Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আট ঘণ্টার বৈঠকেও কাটল না জট, কেন্দ্রের উপর আরও চাপ বৃদ্ধির হুঁশিয়ারি কৃষকদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চতুর্থ দফার ম্যারাথন বৈঠকও সেভাবে জট কাটল না। রাজধানীর বিজ্ঞান ভবনে ৩৫ টি কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে চতুর্থ পর্যায়ের বৈঠক করেন তিনজন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রের তরফে হাজির ছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বাণিজ্য এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল এবং বাণিজ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ। যিনি পঞ্জাবের সাংসদ।

ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্র আশ্বাস দিল বটে, তবে তাতে খুব একটা সন্তুষ্ট হল না কৃষক সংগঠনগুলি। বরং কৃষি আইন প্রত্যাহারের জন্য কেন্দ্রের উপর আরও চাপ দেওয়া হবে বলে জানালেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। প্রায় আট ঘণ্টার বৈঠকে কেন্দ্রের দেওয়া খাবার, জল এবং চা খেতেও অস্বীকার করেন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা নিজেদের খাবার নিয়ে গিয়েছিলেন।

 

Leave a Reply

error: Content is protected !!