Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আগামীকাল শেষ হচ্ছে লকডাউনের মেয়াদ! লোকাল ট্রেন চালু করতে রাজ্যকে চিঠি রেলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ১৫ জুন পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন। বুধবার থেকে তা শিথিল হবে কি না সেই ঘোষণা হতে পারে আজ সোমবার। তবে তার মধ্যেই রেলের চিঠি পৌঁছেছে নবান্নে। তাতে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তরফে বলা হয়েছে, লোকাল ট্রেন চালাতে অনুমতি দেওয়া হোক।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল ‌সীমিত সংখ্যক ট্রেন চালাচ্ছে। তাতে স্বাস্থ্য, ব্যাঙ্ক, টেলিকমের মতো জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের মাসিক টিকিট কেটে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। তা ছাড়া পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদহ এবং দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে অল্প সংখ্যায় কিছু লোকাল চলছে। রেলের বক্তব্য স্পেশাল ট্রেনগুলিতে সাধারণ যাত্রীরা উঠছেন। ফলে ভিড় সামলানো যাচ্ছে না। তাই পুরো মাত্রায় ট্রেন চালু হলে ভিড় কিছুটা কমবে।

 

পরিবহণ দফতরের একটি নির্দেশিকায় জল্পনা তৈরি হয়েছে, বুধবার থেকে বাস পরিষেবা চালু হতে পারে। ওই নির্দেশিকায় রাজ্যের পরিবহণ দফতরের কর্মীদের উদ্দেশে বলা হয়েছে ১৬ জুন বুধবার কর্মক্ষেত্রে যোগ দেওয়ার জন্য। তবে পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু আগের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত লকডাউনের মেয়াদ তাই এই নির্দেশিকা নিয়মানুযায়ী জারি হয়েছে। পুরোটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর।

তবে মেট্রো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও চিঠি দেয়নি। তারা জানিয়েছে, পরিষেবা চালুর প্রস্তুতি তারা রাখছে। পুরোটাই নির্ভর করছে রাজ্য সরকারের উপর। সোমবার নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানাবেন কী কী বিধি কার্যকর থাকবে। তারপরই স্পষ্ট হবে আদৌ মঙ্গলবার থেকে ট্রেন, বাস-সহ গণপরিবহণ চলবে কি না।

Leave a Reply

error: Content is protected !!