দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার কৃষক সংগঠনগুলির ডাকে দেশজোড়া বনধ হচ্ছে। এরই মধ্যে দেশের সাধারণ মানুষ কার্যত একজোট হয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে বনধ সমর্থনের কথা ঘোষণা করেছেন। অনেকেই সস্বেচ্ছায় নিজ নিজ দোকান বন্ধ রাখবেন বলে স্ট্যাটাস দিচ্ছেন সোশ্যাল সাইটে।
এদিকে বনধকে সমর্থন করেছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। বাংলার মুখ্যমন্ত্রী তো আগেই জানিয়ে রেখেছেন যে তাঁর দল কৃষকদের পাশে দাঁড়িয়ে পথে নামবে। ইতিমধ্যেই কংগ্রেস, ডিএমকে, আরজেডি, সমাজবাদী পার্টি, জম্মু-কাশ্মীরের গুপকর জোট, বাম দলগুলি সম্মিলিতভাবেই কৃষকদের ভারত বনধের সমর্থনে বিবৃতি জারি করেছে
এমন অবস্থায় ওই দিন দেশের নানাপ্রান্তে বনধের প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন পর্যবেক্ষকেরা। তবে, নিশ্চিত ভাবেই সবথেকে বেশি প্রভাব পড়বে দিল্লিতে। কারণ, কৃষকরা ইতিমধ্যেই রাজধানী অচল করে দেওয়ার ঘোষণা করে রেখেছেন।