Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বিকেল ৩টায় বৈঠকের ডাক কৃষিমন্ত্রীর, ৫০০ গোষ্ঠীকেই ডাকতে হবে, শর্ত কৃষকদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আন্দোলনরত কৃষকদের মঙ্গলবার বৈঠকের জন্য আহ্বান জানাল কেন্দ্র সরকার। মঙ্গলবার বিকেল ৩টার সময় দিল্লির বিজয় ভবনে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। কৃষি বিল প্রত্যাহার নিয়ে দিল্লি সীমানায় আন্দোলন করছেন ওই কৃষকেরা।

উল্লেখ্য, ৩ ডিসেম্বর বৈঠকের জন্য দিন নির্দিষ্ট ছিল আগেই। কিন্তু কোভিড পরিস্থিতি এবং উত্তরভারত জুড়ে চলা শৈত্যপ্রবাহের উল্লেখ করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বৈঠকের দিন এগিয়ে নিয়ে আসার কথা জানান কৃষক সংগঠনের প্রতিনিধিদের।

সোমবার রাতেই ৩২টি কৃষক সংগঠনকে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে কৃষিমন্ত্রক। ক্রান্তিকারি কিসান ইউনিয়ন, ভারতীয় কিসান সভা, কুল সহিন্দ কিসান সভা, কৃতি কিসান ইউনিয়ন এবং পঞ্জাব কিসান ইউনিয়ন-এর মতো বিভিন্ন কৃষক সংগঠনকে মঙ্গলবার বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে বৈঠকের জন্য কেন্দ্র সরকার মাত্র ৩২টি সংগঠনকে ডাকায় খুশি নন পঞ্জাব কিসান সংঘর্ষ কমিটির যুগ্ম সম্পাদক সুখবিন্দর এস সভরণ। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, ‘‘দেশে ৫০০টির বেশি কৃষক সংগঠন রয়েছে। কিন্তু সরকার আলোচনার জন্য মাত্র ৩২টি সংগঠনকে ডেকেছে। বাকিদের ডাকেনি। সব দলকে যতক্ষণ না ডাকা হচ্ছে আমরা আলোচনার জন্য যাব না।’’

 

Leave a Reply

error: Content is protected !!