দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে চলা লকডাউনের কারণে লাখো গরিব মানুষ ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রতি সরকারকে আরও উদার হতে হবে। তাদের আরও বেশি বেশি ত্রাণ সহায়তা দিতে হবে। তাদের হাতে তুলে দিতে হবে অর্থকড়ি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘আমরা এমন কিছু করিনি, যা পর্যাপ্তের ধারে–কাছে আছে।’ ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। সরকার ২ হাজার ৩০০ কোটি ডলার ত্রাণের প্যাকেজ ঘোষণা করে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, ‘আমরা চাই না একজন মানুষও অভুক্ত থাক।’ কিন্তু ঘোষণা অনুযায়ী কাজের কাজ কিছুই হয়নি।
Support Free & Independent Journalism
এক হাজার টাকার ফর্ম বিলি বন্ধ হয়ে গেল।
Mamata Sarkar ki koreche gorib der Jonno. Jodi aktu bolen.