দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাঁকুড়ার শালতোড়ায তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শো’তে রীতিমতো জনপ্লাবন নামল। বুধবার দুপুরে কাঠফাটা রোডের মধ্যেও পা মেলালেন কাতারে কাতারে মানু্ষ। রোড শো শেষে একের পর এক বাক্যবাণে বিজেপিকে বিদ্ধ করলেন তৃণমূল যুব সভাপতি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সভা বাতিলের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘ভাঙা পায়েই খেলা হবে। আসলে লোক হবে না বলেই পরপর সভা বাতিল করছে বিজেপি।’ একইসঙ্গে অভিযোগের সুরেই অভিষেক বলেন, গত লোকসভায় তো বিজেপিকে জিতিয়েছে বাঁকুড়ার মানুষ। কিন্তু কী পেয়েছে? যতবার জয় শ্রীরাম বলছে, ততবার পেট্রল, ডিজেলের দাম বাড়ছে। উল্লেখ্য, সম্প্রতি পেট্রোল, ডিজেলের দাম লাগামহীনভাবে বেড়েছে। দাম হয়েছে আকাশছোঁয়া। এবার সেই পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধিকেই নির্বাচনী প্রচারে সুকৌশলে ব্যবহার করলেন অভিষেক।
প্রচণ্ড রোদেও যেভাবে বিপুল সংখ্যক মানুষ রোড শো’তে পা মেলান, তাতে কুর্নিশ জানিয়েছেন অভিষেক। কেন্দ্রের আয়ুষ্মান ভারতের সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের তুলনা টেনে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন অভিষেক। তিনি দাবি করেন, কেন্দ্রের আয়ুস্মান ভারত প্রকল্প সবার কথা ভেবে নয়। কিন্তু রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্য। এই স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের ক্ষমতায়নের কথা বলে।
শালতোড়ার প্রার্থী সন্তোষ মণ্ডলের সমর্থনে রোড শো করেন অভিষেক। রোড শো শেষে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে অভিষেক বলেন, ‘সন্তোষ মণ্ডলকে ভোট দিচ্ছেন না। ভোট দিচ্ছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে।’