Saturday, April 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

দেশে এই প্রথম, সকলের জন্য ন্যূনতম আয়ের ব্যবস্থা, ইস্তাহারে প্রতিশ্রুতি মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অবশেষে আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে তাদের দলীয় ইস্তেহার প্রকাশ করল ঘাসফুল শিবির। আর এবারের ইস্তেহারেও তাদের মূলমন্ত্র উন্নয়ন। ইস্তেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, ‘এটা রাজনৈতিক ইস্তেহার নয়, এটা উন্নয়নমূলক ইস্তেহার। এই ইস্তেহার মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের তৈরি।’ সকলের জন্য ন্যূনতম আয়। দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদরা দেশের সরকারকে যে প্রকল্পটি চালু করার পরামর্শ দিয়ে আসছেন, সেই প্রকল্পটি চালু করার প্রতিশ্রুতি নির্বাচনী ইস্তাহারে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

তিনি ঘোষণা করেছেন, তাঁরা রাজ্যে ফের সরকার গঠন করলে প্রতিটি পরিবার মাসে সরকারের কাছ থেকে ৫০০ টাকা করে পাবেন। তফসিলি জাতি ও উপজাতি পরিবারের ক্ষেত্রে এটি হবে মাসে ১০০০ টাকা। গৃহকর্ত্রীর নামে এই টাকা আসবে। ইস্তাহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাড়ির মহিলাদের হাতে অনেক সময় কোনও টাকা থাকে না। এই টাকাটা হাতে থাকলে সবারই কাজে লাগবে।”

বিরোধীরা যাই সমালোচনা করুন, ইস্তাহারে এটি মমতার মাস্টারস্ট্রোক বলে তৃণমূলের দাবি। ভোটের আগে দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী প্রকল্প দিয়ে মমতার তাঁর সমর্থন ভিত্তি আরও বাড়িয়েছেন বলে তৃণমূল নেতারা মনে করছেন। ইস্তাহারে সকলের জন্য ন্যূনতম আয়ের প্রকল্প মমতাকে ভোটে অনেকটা এগিয়ে দেবে বলে তৃণমূল নেতারা দাবি করেছেন। দেশে এখনও কোনও সরকার এই ধরণের প্রকল্পের কথা ভাবার সাহস দেখায়নি। মমতা এদিন ইস্তাহার প্রকাশ করতে গিয়ে বলেন, “অতীতে ইস্তাহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছি তার ১১০ শতাংশ পূরণ করেছি। এবারও তাই হবে।”

 

Leave a Reply

error: Content is protected !!