Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুসলমানদের কলঙ্কিত করতেই তবলীগের নাম ব্যবহার করা হচ্ছে! সুপ্রিমকোর্টের দ্বারস্থ জমিয়ত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তবলীগ জামাত নিয়ে মুসলিমদের বিরুদ্ধে ‛ঘৃণার রাজনীতি’ হচ্ছে, এমনই অভিযোগ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তের আইনি শাখার সেক্রেটারি আইনজীবী ইজাজ মকবুল মারফত একটি পিটিশন দায়ের করা হয়েছে। তাঁর অভিযোগ মুসলমান সমাজকে কলঙ্কিত করতেই তবলীগের নাম নাম ব্যবহার করা হচ্ছে।

জমিয়তের দাবি, এই পরিস্থিতিকে ব্যবহার করে এমন বহু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে যা ভিত্তিহীন। তাঁদের আরও দাবি, পরিকল্পিতভাবে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে মুসলমান সমাজের বিরুদ্ধে। জমিয়তের অভিযোগের আঙুল সংবাদমাধ্যমের একাংশের দিকে। ‛মিথ্যে খবর ছড়ানো’ বন্ধ করতে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের বাড়তি দায়িত্ব সুনিশ্চিত করতেই শীর্ষ আদালতে জমিয়ত।

Leave a Reply

error: Content is protected !!