দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগে থেকেই ঠিক ছিল ২৬ জানুয়ারি ট্রাক্টর নিয়ে রাজধানীর দিকে যাত্রা করবেন আন্দোলনরত কৃষকেরা। হলও তাই, শুরুতেই সিংঘু বর্ডারের ব্যারিকেড ভেঙে ফেলল কৃষকেরা। বিশাল পুলিশ বাহিনী এখন রিং রোড বর্ডারে ব্যারিকেড করে আছে। এটাও ভেঙে ফেলে কৃষকেরা রাজধানীর দিকে এগিয়ে যাবে বলে দাবি কৃষক নেতাদের। ট্রাক্টর আর মানুষের এই লাইন প্রায় একশো কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে।
HomeLatest Newsপিছু হঠছে পুলিশ! কৃষকদের চাপে ভেঙে গেল সিংঘু বর্ডারের ব্যারিকেড, কৃষকদের লক্ষ্য রাজধানী দখল