দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একদিন পর ফের বাড়ল পেট্রোলের দাম। যদিও ডিজেলের মূল্য অপরিবর্তিতই থাকল। আজ, শনিবার, লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১০২ টাকা ০৮ পয়সা। অন্যদিকে, লিটারপ্রতি ডিজেলের দাম একই রয়েছে ৯৩ টাকা ০২ পয়সায়।
২ দিন আগে, বৃহস্পতিবার বেড়েছিল জ্বালানির দাম। সেদিন লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম হয়েছিল ১০১ টাকা ৭৪ পয়সা। অন্যদিকে, লিটারে ২১ পয়সা বেড়ে ৯৩ টাকা ০২ পয়সা দাম হয়েছিল ডিজেলের।
পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি বাবদ ৩২ টাকা ৯০ পয়সা নেয় কেন্দ্রীয় সরকার। সেলস ট্যাক্স বাবদ রাজ্য সরকার নেয় ২৫ শতাংশ টাকা। কমিশন বাবদ ৩ টাকা ৩০ পয়সা পান পেট্রোল ডিলাররা।
অন্যদিকে, ডিজেল বাবদ এক্সাইজ ডিউটি বাবদ ৩১ টাকা ৮০ পয়সা নেয় কেন্দ্রীয় সরকার। সেলস ট্যাক্স বাবদ রাজ্য সরকার নেয় ১৭ শতাংশ টাকা। আর কমিশন বাবদ ২ টাকা ১১ পয়সা পান ডিলাররা।