দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজধানী দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে এ বার ‘দিল্লি চলো’ অভিযানে নামছেন মহারাষ্ট্রের কৃষকরা। আগামী ২১ ডিসেম্বর রাজ্যের নাসিক থেকে ৩ হাজারেরও বেশি কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে শুক্রবার জানিয়ছে অল ইন্ডিয়া কিসান সভা (এআইকেএস)।
যাত্রা শুরুর আগে ২১ ডিসেম্বর বিকেলে নাসিকে একটা জনসভা করা হবে। সেখানেই রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা হাজির হবেন। জনসভা শেষে মিছিল শুরু হবে কৃষকদের। টেম্পো, বাস, গাড়ি লরি করে যাওয়া হবে বলে খবর। প্রায় ১৩০০ কিলোমিটার উজিয়ে মহারাষ্ট্র থেকে দিল্লির আন্দোলনে যোগ দিতে যাবেন কৃষকরা।