দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উপাচার্য বিশ্বভারতীকে গৈরিকীকরণের চেষ্টা করছেন এই অভিযোগে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন। উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে অবস্থান বিক্ষোভে অংশ নেন কবিগুরু মার্কেট এবং বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা। বিক্ষোভ-অবস্থানের জেরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এদিন সকালে রাস্তা ফেরতের দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হন উপাচার্য এবং অধ্যাপকরা।
এদিকে, উপাচার্যের অবস্থান শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই বিক্ষোভে শামিল হন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, উপাচার্য বিশ্বভারতীতে গৈরিকীকরণের চেষ্টা করছেন। অবস্থান শেষের পর রবীন্দ্রভবনের সামনে ছাতিমতলা থেকে দরজা দিয়ে বেরনোর সময় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। একপ্রস্থ ধস্তাধস্তি শুরু হয়। উপাচার্য গাড়ি নিয়ে বেরিয়ে যান। তবে কর্মী এবং অধ্যাপকরা কিছুক্ষণের জন্য আটকে পড়েন। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। উপাচার্যের বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ এবং ২০১৯ সালে পৌষমেলার জন্য জমা নেওয়া সিকিউরিটি মানি ফেরতের দাবিতে উপাসনা মন্দিরের অবস্থান বিক্ষোভে শামিল কবিগুরু মার্কেট এবং বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা।