Latest Newsখেলাফিচার নিউজ

মন্থর ব্যাটিংয়ে কাঠগড়ায় ভারতীয় ব্যাটসম্যান, রানের খিদে কই! উঠছে প্রশ্ন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সিডনিতে চেতেশ্বর পূজারার মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা তুঙ্গে। অজিদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলের হয়ে প্রথম ইনিংসে যৌথ সর্বোচ্চ ৫০ রান করেছেন পূজারা। তাঁর ব্যাটে ভর করেই ভারত প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয়। কিন্তু পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটে রানের মন্থর গতি নিয়ে উঠছে প্রশ্ন।

প্রথম ইনিংসে পূজারা ১৭৬ বল খেলে ৫০ রান হাঁকান। তাঁর ইনিংসে ৫টি বাউন্ডারি রয়েছে। শেষ পর্যন্ত কামিন্সের নিখুঁত শর্ট বলে উইকেটের পিছনে টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে পূজারা ফিরে যান।

ডনের দেশে এবছর সিরিজে প্রথম দুই টেস্ট পূজারা ফর্মে ছিলেন না। অবশেষে তৃতীয় টেস্টে এসে তাঁর ব্যাটে সিরিজের প্রথম হাফ সেঞ্চুরি এসেছে। যদিও এই অর্ধশতরানের ইনিংসে তার মন্থর ব্যাটিং এখন কাঠগড়ায়।

সিডনিতে এদিন পূজারা ১৭৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকান। এটাই টেস্টে তাঁর সবচেয়ে মন্থর ব্যাটিং। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে পূজারা ১৭৩ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এটাই এতদিন পূজারার মন্থরতম ইনিংস ছিল। আজ সিডনিতে সেই রেকর্ড ভেঙে দিলেন পূজি।

প্রসঙ্গত শেষবার অজি সফরে টেস্ট সিরিজে ৩০ ঘন্টা ব্যাটিং করে, ১২৫৮ বল খেলে চেতেশ্বর পূজারা ৫২১ রান হাঁকান। যার সুবাদে পূজারা সিরিজ সেরা হয়েছিলেন। এমন পারফর্ম্যান্সে ভর করে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জেতে।

 

Leave a Reply

error: Content is protected !!