Sunday, May 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভালবাসার জয়! ‛লাভ জেহাদ’ বিতর্কে জল ঢালল হাইকোর্ট, স্বস্তি পেলেন সালামত-প্রিয়ঙ্কা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগেই শোনা গিয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে লাভ জেহাদের বিরুদ্ধে আইন আনা হবে। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

গতবছর আগস্টে উত্তরপ্রদেশে সালামত আনসারি নামে এক মুসলিম যুবক প্রিয়ঙ্কা খারওয়ার নামে এক হিন্দু তরুণীকে বিবাহ করেন। সালামত আনসারি কুশীনগরের বাসিন্দা। তাঁকে বিবাহের আগে প্রিয়ঙ্কা ধর্মান্তরিত হন। তখন তাঁর নাম হয় আলিয়া। বিয়ের পরেই প্রিয়ঙ্কার বাবা-মা সালামতের বিরুদ্ধে মামলা করেছিলেন। এলাহাবাদ হাইকোর্ট ওই মামলা বাতিল করে দিয়েছে।

হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ বলেছে, “কারও ব্যক্তিগত সম্পর্কে বাধা দেওয়া যায় না। তাহলে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। দু’জন মানুষের পরস্পরকে বেছে নেওয়ার স্বাধীনতা আছে।” ১৪ পাতার অর্ডারে বিচারপতি বিবেক আগরওয়াল ও বিচারপতি পঙ্কজ নাকভি বলেন, “কোনও ব্যক্তি যে ধর্মেরই মানুষ হোন না কেন, তিনি নিজের খুশিমতো জীবনযাপন করতে পারেন। প্রত্যেকেরই ব্যক্তিস্বাধীনতা আছে।”

 

Leave a Reply

error: Content is protected !!