Saturday, September 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আজ বিপন্ন, মত প্রকাশের স্বাধীনতাও নেই! দাবি সুইডিশ রিপোর্টে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ‛নির্বাচনী স্বৈরাচার’ আখ্যা দেওয়া হল এক সুইডিশ রিপোর্টে। সুইডেনের ভ্যারাইটিজ অফ ডেমোক্রাসি ইন্সিটিউট বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রে মানের সমীক্ষা প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী লিবারাল ডেমক্রাসি ইন্ডেক্স-এ ভারতের প্রায় ২৩% অবনতি হয়েছে। গত দশ বছরে বিশ্বের কোনও দেশে এত বড় একটা পরিবর্তন হয়নি, বলছে সমীক্ষা।

পতনের কারণ হিসাবে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আজ বিপন্ন। গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্যে আজ নিষেধাজ্ঞা। মত প্রকাশের স্বাধীনতাও নেই। রিপোর্টে মূলত মত প্রকাশের স্বাধীনতা, সামাজিক পরিবেশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বহু গণতন্ত্রের মূল বিষয় খতিয়ে দেখা হয়।

রিপোর্টে বলা হয়েছে ভারত তার ১৩০ কোটি নাগরিকসহ এখন নির্বাচনী স্বৈরাচারের দেশে পরিণত হয়েছে। ২০১৪ সালে ভ্যারাইটিজ অফ ডেমোক্রাসি ইন্সিটিউট প্রতিষ্ঠা করেন সুইডেনের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যাফান লিন্ডবার্গ। প্রতি বছর বিশ্বের ২০২টি দেশের ৩ কোটি ডেটা পয়েন্ট-এর উপর ভিত্তি করে বিভিন্ন দেশের গণতন্ত্রের মান প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

error: Content is protected !!