দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নতুন বছরকে স্বাগত এবং পুরনো বছরকে বিদায় জানাতে রাতে পার্টি করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের এক যুবকের। জানাগেছে ওই যুবকের নাম অপু মল্লিক। ঘটনাটি ঘটেছে শহর কলকাতায় বেহালার পর্ণশ্রীতে। ঘটনার তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।
পর্ণশ্রী থানা এলাকায় থাকতেন অপু মল্লিক। পারুই দাস রোডে বন্ধুর বাড়িতে বৃহস্পতিবার রাতে বর্ষশেষের পার্টি ছিল। সেখানেই দোতলার ছাদে কয়েকজন বন্ধু মিলে খাওয়াদাওয়া করছিলেন তাঁরা। চলছিল মদ্যপানও। এরপর আচমকাই অপু অসুস্থ বোধ করেন, বমি করতে যান। নিজেই ছাদের ধারের পাঁচিল থেকে মুখ বাড়িয়ে বমি করেন। তারমধ্যেই টাল সামলাতে না পেরে দোতলার ছাদের পাঁচিল ডিঙিয়ে পড়ে যান মাটিতে। মাথায় চোট লাগে তাঁর। বন্ধুরা দ্রুত তাঁকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি অপু মল্লিককে। মাথার চোট গুরুতর হওয়ায় মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।