Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

“ক্যামেরা নিয়ে তাঁরা গ্রামে যান, খাবার খান এবং ছবি তোলেন” – মোদীর ট্যুইটে বিপাকে অমিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গ্রামে বসবাসকারী গরীবদের বাড়ি গিয়ে মধ্যাহ্নভোজনের রাজনীতি নিয়ে একটা সময় কংগ্রেসকে খোঁচা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ৬ বছর আট মাস পরে সেই কটাক্ষের মুখে পড়তে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মোদীর পুরানো ট্যুইটকে হাতিয়ার করে অমিত শাহের মধ্যাহ্নভোজনের ছবি শেয়ার করে বিজেপিকে খোঁচা দিল তৃণমূল কংগ্রেস।

গত শনিবার মেদিনীপুরের জনসভার আগে শালবনির বেলিজুড়ি গ্রামের এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন শাহ। একইভাবে রবিবার বোলপুর সফরে গিয়ে বাউল শিল্পীর পরিবারেও দুপুরের খাওয়া-দাওয়া করেন। সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন শাহ। বিজেপির তরফেও সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়।

২০১৪ সালের ৯ এপ্রিল একটি ট্যুইটে মোদী বলেছিলেন, ‛দারিদ্র্য পর্যটনে কংগ্রেস নেতারা অভিজ্ঞ। ক্যামেরা নিয়ে তাঁরা গ্রামে যান, গরিবদের সঙ্গে বসেন, তাঁদের খাবার খান এবং ছবি তোলেন।’ সে বছর লোকসভা নির্বাচনের আগে গরিবদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই রেশ ধরেই কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন মোদী। আর ৬ বছর পর সেই কটাক্ষ বাণেই মোদীর বিজেপিকে জর্জরিত করেছে তৃণমূল।

Leave a Reply

error: Content is protected !!