দরং, ২৪ সেপ্টেম্বর: বৃহস্পতিবার অসমের দরং জেলায় পুলিশ ‛মুসলিম উচ্ছেদ অভিযান’ করতে গেলে দু’জনের মৃত্যু হয়। এক ভিডিও ক্লিপে দেখা যায়, লুঙ্গি ও গেঞ্জি পরা একটি লোককে গুলি করছে পুলিশ। আহত অবস্থায় সে মাটিতে পড়ে গেলে তাকে লাঠিপেটা করা হয়। পরে তার দেহের ওপরে লাফিয়ে পড়েন সরকারি ক্যামেরাম্যান। ওই ব্যক্তি মারা গিয়েছেন। শুক্রবার জানা যায়, তাঁর নাম মইনুল ইসলাম। ৩০ বছর বয়সী মইনুল ঢোলপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
মইনুল তিনটি শিশুসন্তানের বাবা ছিলেন। তাঁর বাড়িতে আছেন বয়স্ক বাবা-মা। তিনি সবজির চাষ করে জীবিকা অর্জন করতেন। সরকারের বক্তব্য, যে জমিতে তিনি চাষ করতেন, তা তাঁর নিজের নয়। মইনুলের বাবা এদিন বলেন, “তারা আমার ছেলেকে মেরে ফেলেছে।” তাঁর প্রশ্ন, “আমরা কি বাংলাদেশি? তাহলে আমাদের ফেরত পাঠিয়ে দিক।”