দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৯ সালে ভারতে আত্মহত্যাকারীর সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ১২৩ জন। সম্প্রতি কেন্দ্রীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। ক্রাইম রেকর্ড ব্যুরোর তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ভারতে আত্মহত্যাকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩.৪ শতাংশ।
২০১৭ সালে ভারতে আত্মহত্যা করেছেন ১,২৯,৮৮৭ জন। ২০১৮ সালে সেই সংখ্যাটা গিয়ে পৌঁছেছে ১,৩৪,৫১৬ এবং ২০১৯ সালে ভারতে আত্মহত্যাকারী ১,৩৯,১২৩। ক্রমবর্ধমানভাবে দেশে আত্মহত্যাকারীর এই সংখ্যা বৃদ্ধি নিশ্চিত ভাবেই উদ্বেগজনক। সাবাসি তথ্য বলছে গোটা দেশে ৪৯.৫ শতাংশ আত্মহত্যা ঘটেছে শুধুমাত্র পাঁচটি রাজ্যে। বাকি ৫০.৫ শতাংশ ২৪ টি রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চলে।
আত্মহত্যাপ্রবণ দেশের এই পাঁচ রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছেন ১২,৬৬৫ জন। গোটা দেশের হিসেবে যা ৯.১ শতাংশ। তালিকা অনুযায়ী আত্মহত্যাপ্রবণ রাজ্য গুলি হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও কর্ণাটক। ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যাকারী ৫৩.৬ শতাংশ। বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ২৫.৮ শতাংশ, জলে ডুবে এবং গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী যথাক্রমে ৫.৩ ও ৩.৮ শতাংশ।