Thursday, March 28, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কারা যেন ধর্ম খোঁজে? রাফাল কেনার নেপথ্যে মুসলিম অফিসার হিলাল আহমেদ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে কম জলঘোলা হয়নি। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা গড়িয়েছে সুপ্রিমকোর্ট। চুক্তির চার বছর বাদে আগামী কাল প্রথম পর্বের পাঁচটি রাফাল বিমান হাতে পাবে ভারত। কিন্তু জানেন কি, এই রাফাল বিমান কেনার নেপথ্যে রয়েছেন কাশ্মীরের বাসিন্দা বায়ুসেনা কমান্ডার হিলাল আহমেদ রাঠের?

ভারতের হাতে যাতে দ্রুত বিমানগুলি পৌঁছয়, তার মধ্যস্থতায় আগাগোড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিলাল আহমেদ রাঠের। ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূতের পাশে সর্বদা উপস্থিত থাকা এই ব্যক্তি বর্তমানে প্যারিসে ভারতের মিলিটারি অ্যাটাশে। ভারতের প্রয়োজনের উপযুক্ত করে বিমানগুলির প্রযুক্তি ও পরিকাঠামোগত পরিবর্তনেও যুক্ত ছিলেন হিলাল।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বাকশিয়াবাদের বাসিন্দা হিলাল স্থানীয় বেসরকারি স্কুল থেকে পাশ করার পরে নাগরোটার সৈনিক স্কুলে ভর্তি হন। এর পর ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি পান তিনি। আমেরিকার এয়ার ওয়ার কলেজের ডিগ্রিও আছে তাঁর। ১৯৮৮ সালে ফাইটার জেটের পাইলট হিসেবে বায়ুসেনায় যোগ দেন তিনি। ১৯৯৩ সালে হন ফ্লাইট লেফটেন্যান্ট। কর্মক্ষেত্রে উৎকর্ষতার জন্য ২০১০ সালে ২০১০ সালে উইং কমান্ডার থাকাকালীন ‘বায়ু সেনা মেডেল’ পান তিনি। ২০১৬ সালে গ্রুপ ক্যাপ্টেন থাকাকালীন পান ‘বিশিষ্ট সেনা মেডেল’। কোনও দুর্ঘটনা ছাড়া ৩০০০ ঘণ্টার বেশি যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!