Tuesday, April 16, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

আরও অস্বস্তি বাড়ল মোদী সরকারের, এবার কৃষকদের সুবিচারের দাবিতে উত্তাল লন্ডন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের চলছে তীব্র আন্দোলন। কৃষকদের বিক্ষোভকে আগেই সমর্থন জানিয়েছে রাষ্ট্রসংঘ এবং কানাডা। এবার কৃষকদের সুবিচারের দাবিতে উত্তাল হয়ে উঠল লন্ডনের রাজপথ। কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে গ্রেফতারও হলেন কয়েকজন আন্দোলনকারী।

স্থানীয় সময় রবিবার সকাল থেকে মধ্য লন্ডন ছিল উত্তপ্ত। কোভিডবিধির তোয়াক্কা না করেই ভারতীয় দূতাবাস, ট্রাফাগেল স্কোয়ার-সহ একাধিক এলাকায় জমায়েত করেন প্রতিবাদীরা। তাঁদের হাতে ছিল কৃষকদের সমর্থন পোস্টার। কারোর কারোর মাস্কে লেখা ছিল, ‘কৃষকদের জন্য সুবিচার চাই।’ ভারতীয় দূতাবাসের সামনে ওঠে স্লোগানও। এই বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যে ৩০ জনকে আটক ও মোটা অঙ্কের জরিমানা করেছে ব্রিটিশ পুলিশ। অভিযোগ, কোভিডবিধি ভেঙেছেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, লন্ডনে করোনা সংক্রমণ আটকাতে ৩০ জনের বেশি লোকের জমায়েতের অনুমতি নেই। তারপরেও কীভাবে বিক্ষোভকারীরা জড়ো হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির বিভিন্ন সীমানায় আন্দোলন চলছে। বিভিন্ন মহল থেকে কৃষকদের পাশে থাকার বার্তা এসেছে। কিন্তু সরকার এখনও তাঁদের দাবি মানেনি। বরং চলছে দর কষাকষি। ৯ তারিখ ফের বৈঠকের টেবিলে বসছে দুপক্ষ। তার আগে ৮ তারিখ ভারত বনধের ডাক দিয়েছেন কৃষকরা। সমর্থন এসেছে বিরোধী দলগুলি থেকেও। এমন আবহে কানাডা, ব্রিটেনের তরফ থেকেও কৃষকদের পাশে থাকার বার্তা এসেছে। আর এই বিষয়টা মোদী সরকারের উপর যে চাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।

 

Leave a Reply

error: Content is protected !!