Friday, March 29, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মধ্যপ্রদেশে কমলনাথের সরকার ফেলতে কলকাঠি নেড়েছিল বিজেপি! ভাইরাল হল অডিওক্লিপ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে একটি অডিও ক্লিপ। যা ইতিমধ্যেই ভাইরাল।

ওই ক্লিপে শোনা যাচ্ছে একজন (যেটিকে কংগ্রেস দাবি করছে শিবরাজের গলা) বলছেন, ‛কেন্দ্রীয় নেতৃত্বই প্রথম সিদ্ধান্ত নেয়, সরকারকে গদিচ্যুত করা হবে। তারপর যা হওয়ার হয়।’ তিনি এও বলছেন, ‛আপনি আমাকে বলুন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তুলসী সিলওয়াতকে না সরালে কি এটা সম্ভব হত?’

জ্যোতিরাদিত্য এবং তুলসী দু’জনেই কংগ্রেস ছেড়ে কয়েক মাস আগে বিজেপিতে যোগ দেন। তাঁদের পিছু পিছু গেরুয়া শিবিরে যান ২২ জন কংগ্রেস বিধায়ক। এরপরই সরকারে থাকার সংখ্যা হারায় কংগ্রেস। ২০ মার্চ ফ্লোর টেস্টের আগে ইস্তফা দেন কমলনাথ।

১৫ মাসের কমলনাথ সরকারের পতন ঘটাতে যে বিজেপি কলকাঠি নেড়েছিল সেই অভিযোগ আগেই তুলেছিল কংগ্রেস। এবার ওই অডিও ক্লিপকে হাতিয়ার করে কংগ্রেস দাবি করল, বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ওই কথোপকথনেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতাদের অঙ্গুলি হেলনেই মধ্যপ্রদেশের কমলনাথের সরকার ফেলে দেওয়া হয়েছে।

যদিও বিজেপির তরফে কংগ্রেসের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গেরুয়া শিবিরের বক্তব্য, যে কণ্ঠস্বরকে শিবরাজের বলা হচ্ছে তা তাঁর নয়।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!