Monday, February 24, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

অশোকনগরে শীতলকুচির ছায়া! ফের গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, আহত এক মুসলিম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোচবিহারের শীতলকুচির পর আজ ষষ্ঠ দফার ভোটে ফের গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছিলেন। তবে এদিন কেন্দ্রীয় বাহিনী পায়ে গুলি করায় প্রাণে বেঁচে গিয়েছে। তবে এক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আহত হলেন মুসলিম। তাই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও সাম্প্রদায়িক মনোভাবাপন্নের অভিযোগ উঠল।

অশোকনগর বিধানসভার ৭৯, ৭৯এ, ৮০, ৮০এ এই চারটি বুথে আজ ভোটগ্রহণ চলছিল। চার মধ্যে ট্যাংরা ৭৯ নম্বর বুথের বাইরে চরম অশান্তি শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলের কর্মীদের লক্ষ্য করে পায়ে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। গুরুতর জখম দু’জন। মনিরুল মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর পায়ে গুলি বিঁধেছিল। তাঁকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর অভিযোগ, দুই তৃণমূল কর্মীকে পায়ে গুলি করেছে সিআরপিএফ।

 

Leave a Reply

error: Content is protected !!