দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৃণমূল ভবন থেকে ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান, ছাত্রদের ১০ লক্ষ পর্যন্ত ঋণ, ইস্তেহারে একগুচ্ছ চমক দিল তৃণমূল। এবারের ইস্তেহারেও তাদের মূলমন্ত্র উন্নয়ন। ইস্তেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, ‘এটা রাজনৈতিক ইস্তেহার নয়, এটা উন্নয়নমূলক ইস্তেহার। এই ইস্তেহার মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের তৈরি।’
কী কী প্রতিশ্রুতি রইল তৃণমূলের ইস্তেহারে:
বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার
বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প করবে রাজ্য সরকার
বাংলার যুবদের স্বাবলম্বী করতে সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন প্রকল্প, প্রত্যেক যোগ্য পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ৪% সুদে ঋণ নিতে পারবে ১০ লক্ষ টাকা পর্যন্ত
দ্বাদশ শ্রেণির সকল পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রকল্পও চলবে
১০ লক্ষ এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি শিল্প গঠন করা হবে
বাংলা আবাস যোজনার মাধ্যমে ২৫ লক্ষ অতিরিক্ত বাড়ি তৈরি হবে, যার ফলে বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতিরা উপকৃত হবেন
১ কাঠা জমি থাকলেও কৃষকদের পরিবারপিছু ২ হাজার টাকা করে দিয়ে যাবে সরকার
কন্যাশ্রী, রূপশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে, স্বাস্থ্যসাথী আরও সরলীকরণ করা হবে
সরকারি দফতরগুলিতে ১০,০০০ ইন্টার্নশিপের সুযোগ, ‘যুবশক্তি’ প্রকল্পের আওতায় প্রতি তিন বছরে ১০,০০০ শিক্ষার্থীকে বিভিন্ন সরকারি দপ্তরে ইন্টার্নশিপ
১.৫ কোটি পরিবারকে ‘দুয়ারে রেশন’ দেওয়া হবে
কৃষক বন্ধু প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ষিক ১০,০০০ টাকা ভাতা দেওয়া হবে
ক্ষমতায় এলে বছরে চারবার দুয়ারে সরকার ক্যাম্প করা হবে
এছাড়াও রাজ্যের মেয়েদের জন্য আরও স্কুল, কলেজ খোলা হবে বলে ইস্তেহারে উল্লেখ তৃণমূলের। আরও ৪৭ লক্ষ পরিবারকে নলযুক্ত পানীয় জল সরবরাহ করা হবে। ইস্তেহারে রাজ্যের উন্নয়নের দিকে নজর রেখে নানা প্রকল্পের মাধ্যমেই ভোট বৈতরণী পারের আশায় ঘাসফুল শিবির।