দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ঘাটালের তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের গলাতে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান। তাও আবার রাস্তায় দাঁড়িয়ে। ওই বিধায়কের কথায়, ‛আমি গর্বিত হিন্দু। জয় শ্রীরাম বলতে আমার কোনও বাধা নেই।’ তিনি আরও বলেন, ‛জয় শ্রীরাম বিজেপির স্লোগান নয়। এটা সমগ্র হিন্দুদের স্লোগান।’
লোকসভা ভোটের আগে এই ঘাটালেরই প্রার্থী দেবের সমর্থনে মিছিলে যাওয়ার পথে চন্দ্রকোনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে একদল যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। কনভয় দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মমতা। বলেছিলেন, ‛আয় না আয়, পালাচ্ছিস কেন?’ এবার সেই ঘাটলেই ‘জয় শ্রীরাম’ স্লোগান ভাবাচ্ছে শাসক শিবিরকে।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে