দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল। এবার কোকেন কাণ্ডে ধৃত রাকেশ সিংয়ের সঙ্গে ধনকড়ের একটি ছবি টুইট করলেন কল্যাণ। তীব্র কটাক্ষও করেছেন তিনি।
মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ ছবিটি টুইট করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে, খোশমেজাজে একসঙ্গে বসে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর ও কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিং। ছবির ক্যাপশানে লেখা, “কোকেন পাচারকারীর সঙ্গে মাননীয় রাজ্যপাল। রাকেশ সিংয়ের উন্নতি নাকি রাজ্যপাল পদমর্যাদার অবনতি? থু বিজেপি!” টুইটটিতে বহু মানুষ রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ তীব্র আক্রমণ করেছে বিজেপিকে।
উল্লেখ্য, রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ধনকড়। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল বিজেপির হয়ে কথা বলেন। পক্ষপাতিত্ব করেন। সেসবকে গুরুত্ব না দিয়ে বারবার রাজ্যের নীতি নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে ধনকড়কে। ভোট পরবর্তী হিংসা নিয়েও রাজ্যকে আক্রমণ করেছেন তিনি। পালটা দিয়েছে রাজ্যও। এসবের মাঝে নারদ কাণ্ডে চার হেভিওয়েটের গ্রেপ্তারির নেপথ্যেও রাজ্যপাল রয়েছেন বলে দাবি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘রক্তচোষা’ বলে কটাক্ষ করেছিলেন। সেই ভিডিও টুইট করে পালটা দিয়েছিলেন ধনকড়। লিখেছিলেন, “আমি স্তম্ভিত।”
Our @jdhankhar1 pic.twitter.com/gqIsogV5pr
— Kalyan Banerjee (@KBanerjee_AITC) May 24, 2021