Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল গোটা দেশ। রাজ্যসভায় পাশ হওয়ার পর বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি পেয়ে আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলটি। সোমবার বিলটি লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় পাস হয়। সেই নাগরিকত্ব আইনটিকে চ্যালেঞ্জ করেই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

এই আইনটি অসাংবিধানিক, তাই এর বিরুদ্ধে পদক্ষেপ করুক সুপ্রিমকোর্ট, এই যুক্তিতে মামলার জরুরি শুনানির আবেদন করেন তিনি। তাঁর আইনজীবী সুপ্রিমকোর্টকে বলেন যে, হয় মামলার শুনানি শুক্রবারই হোক নয়তো ১৬ ডিসেম্বর শুনানির জন্যে তালিকাভুক্ত করা হোক। মহুয়ার মামলাটি শীর্ষ আদালতে গৃহীত হলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করেছে আদালত।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!