দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি দিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। ইত্তেহাদ উলামা এ হিন্দ নামের একটি সংগঠনের নেতা মুফতি আসাদ কাসমি নুসরতকে কটাক্ষ করে বলেছেন, ইসলাম আল্লাহ ছাড়া অন্য কোনও ভগবানের সামনে পুজো করাকে সমর্থন করে না। নুসরত জাহান দুর্গাপুজোয় অংশগ্রহণ করেছেন যা ইসলাম বিরোধী।
অষ্টমীতে কলকাতার সুরুচি সংঘের মণ্ডপে অঞ্জলি দেওয়ার পাশাপাশি ঢাকও বাজিয়েছিলেন নুসরত। এইসবের জন্যই ফের তারকা সাংসদকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। নুসরতের বিরুদ্ধে তোপ দেগে কাসমি আরও বলেন, ‛যদি উনি ইসলামকে সমর্থন নাই করেন তাহলে নিজের নাম বদলে নিচ্ছেন না কেন? বারবার কেন ইসলামকে অপমান করছেন?’