Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আজ সূর্যগ্রহণ, তৈরি হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। পৃথিবী থেকে সূর্যকে দেখাবে আগুনের আংটির মতো, যাকে রিং অফ ফায়ারও বলা হয়। জানা গিয়েছে, আজ এই গ্রহণ এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে যা গত ১০০ বছরে দেখা যায়নি। একে শতাব্দীর গভীরতম সূর্যগ্রহণ বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টার পর থেকে এই গ্রহণ শুরু হবে। কলকাতায় সকাল ১০টা ৪৬ মিনিটে শুরু হবে এই গ্রহণ। চলবে দুপুর ২টো ১৭ মিনিট পর্যন্ত। বেলা সাড়ে ১২টা নাগাদ হবে বলয়গ্রাস। প্রায় ৩৮ সেকেন্ড ধরে এই বলয়গ্রাস চলবে। তবে বাংলা থেকে পুরোপুরি সূর্যগ্রহণ কোনওভাবেই দেখা যাবে না।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!