Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কীভাবে দেখবেন সূর্যগ্রহণ? খালি চোখে মোটেও না, জানুন বিস্তারিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ দেখার আগে জনসাধারণের জন্য নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র। কীভাবে সূর্যগ্রহণ দেখবেন, কোন বিষয়গুলি এড়িয়ে চলবেন ইত্যাদি ব্যাপারে সম্পূর্ণ ধারণা দিতে কেন্দ্রের তরফে নাগরিকদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। কী রয়েছে নিয়মাবলিতে?

কী করবেন?

  • সূর্যকে নিরীক্ষণ করার বিশেষ গগলস বা সানগ্লাস পাওয়া যায়। সূর্যগ্রহণ দেখার সময় সেটি অবশ্যই যেন চোখে থাকে।
  • সূর্যগ্রহণের সময় আশপাশের ঝোপে কিংবা গাছের ছায়ার দিকে নজর রাখুন। গ্রহণের নানা আকার মাটির উপর পড়া সেই ছায়ায় খুঁজে পাবেন।
  • খালি চোখে গ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সামনে ধরুন ওয়েল্ডার গ্লাস #13 অথবা #14।

কী করবেন না?

  • ভুল করেও খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকী দৃষ্টিশক্তিও হারাতে পারেন।
  • সাধারণ সানগ্লাস কিংবা গগলস পরে গ্রহণ দেখার চেষ্টাও করবেন না।
  • এক্স-রে প্লেট অথবা হ্যারিকেনের কালিমাখা কাচের মধ্যে দিয়ে সূর্যগ্রহণ না দেখারই পরামর্শ দিচ্ছে PIB।
  • জলের মধ্যেও সূর্যগ্রহণের প্রতিবিম্ব দেখবেন না।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!