Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

পাঞ্জাবের দেখানো পথে এবার রাজস্থান, কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের পাল্টা বিল পেশ গেহলট সরকারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। দেশজুড়ে বিরোধীদের গর্জন থামছেই না। পাঞ্জাবের দেখানো পথে হাঁটল আরেক কংগ্রেস শাসিত রাজ্য় রাজস্থান। কেন্দ্রের নয়া কৃষি আইনের পাল্টা মরুরাজ্য়ের বিধানসভায় নতুন তিনটি বিল আনল অশোক গেহলট সরকার।

বিধানসভা অধিবেশনের প্রথম দিনে রাজস্থানের সংসদ বিষয়ক মন্ত্রী শান্তি ধারিওয়াল ৩টি কৃষি বিল পেশ করেন। এই ৩টি বিল হল, অত্য়াবশকীয় পণ্য় (স্পেশাল প্রভিশনস অ্য়ান্ড রাজস্থান অ্য়ামেন্ডমেন্ট) বিল ২০২০, দ্য় ফার্মার্স (ক্ষমতায়ন ও সুরক্ষা) এগ্রিমেন্ট অন প্রাইস অ্য়াসিওরেন্স অ্য়ান্ড ফার্ম সার্ভিসেস (রাজস্থান অ্য়ামেন্ডমেন্ট) বিল ২০২০ ও দ্য় ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্য়ান্ড কমার্স (প্রোমোশন অ্য়ান্ড ফেসিলিটেশন অ্য়ান্ড রাজস্থান অ্য়ামেন্ডমেন্ট) বিল ২০২০।

উল্লেখ্য়, এর আগে, কেন্দ্রের কৃষি আইন রুখতে নিজস্ব বিল পেশ করেছিল পাঞ্জাবের কংগ্রেস সরকার। পাঞ্জাব বিধানসভায় ৪টি নতুন কৃষি বিল পাস করা হয়। যা কেন্দ্রের কৃষি আইনের উল্টো। ধান-গমের ন্য়ূনতম সহায়ক মূল্য়ের নীচে বেচাকেনায় নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। কেন্দ্রের কৃষি আইনের হাত থেকে কৃষকদের বাঁচাতে ছত্তিসগড় কৃষি উপজ মান্ডি (সংশোধনী) বিল ২০২০ অনুমোদন করেছে সে রাজ্য়ের সরকার।

 

 

Leave a Reply

error: Content is protected !!