সাকিব হাসান, দৈনিক সমাচার, কাকদ্বীপ: আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম শতবার্ষিকী। সমাজের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ও সমাজসেবী সংগঠন এর পক্ষ থেকে কর্মসূচি পালন করা হচ্ছে সারা বিশ্বজুড়ে। বিবেকানন্দের ১৫৮ তম জন্ম শতবার্ষিকীতে বৃক্ষ দান কর্মসূচী পালিত হল কাকদ্বীপে। কাকদ্বীপে বিশিষ্টজনদের দ্বারা পালিত হয় এই কর্মসূচি। বৃক্ষ দান করা হয় সমাজের পথচলতি মানুষদের হাতে।
উল্লেখ্য স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হল, “আমেরিকার ভাই ও বোনেরা! ১৮৯৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন।