দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ শিখদের নবম গুরু তেগ বাহাদুর সিংয়ের ৪০০তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে নয়া দিল্লির একটি গুরুদুয়ারের অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী। কোনওরকম বিশেষ নিরাপত্তা ছাড়াই প্রধানমন্ত্রী সেখানে যান। তারপর সটান একেবারে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে গুরুদুয়ারে গিয়ে প্রার্থনা সারেন প্রধানমন্ত্রী। এসময় ক্যামেরায় অনেক ভক্তের মাস্কবিহীন চেহারা ধরা পড়েছে।