Saturday, April 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অক্সিজেনের অভাব কেন? মোদী সরকারকে তুলোধোনা দিল্লি হাইকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অক্সিজেনের অভাবে রাজধানী দিল্লিতে হাহাকার। চাহিদা অনুযায়ী অক্সিজেন মিলছে না। এমনকি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র চাহিদার তুলনায় কেন্দ্রের থেকে অনেক বেশি অক্সিজেন পাচ্ছে। যার ফলে দিল্লিতে শুরু হয়েছে মৃত্যুমিছিল। এবার এ নিয়ে মোদী সরকারকে তুলোধোনা করল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘি ও বিচারপতি রেখা পাল্লির বেঞ্চের বক্তব্য, অন্য রাজ্যকে বঞ্চিত করে অক্সিজেন দিতে বলা হচ্ছে না। কিন্তু মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র কী ভাবে চাহিদার তুলনায় বেশি অক্সিজেন পাচ্ছে, তার ব্যাখ্যা কেন্দ্রকে দিতে হবে।

দিল্লির দুটি হাসপাতালে ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। বহু হাসপাতালেই নিয়মিত অক্সিজেনের টানাটানি পড়ছে। অনেক হাসপাতালে রোগীকেই সঙ্গে করে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যেতে হচ্ছে। সিলিন্ডার ফুরিয়ে গেলে অক্সিজেন ভরানোর জন্যও দীর্ঘ লাইন পড়ছে। কেন্দ্র দিল্লির জন্য দৈনিক ৪৮০ টন অক্সিজেন বরাদ্দ করেছে। কিন্তু মিলছে ৩৪০-৩৭০ টন। অরবিন্দ কেজরিবাল সরকারের বক্তব্য, কোভিড রোগীদের জন্য বেড বাড়ানো হচ্ছে। ফলে চাহিদা ৭০০ টনে পৌঁছবে। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দিয়েছেন, দিল্লির জন্য ৩৪০-৩৭০ টনই যথেষ্ট। কিন্তু হাই কোর্ট তা মানতে চায়নি।

বিচারপতিরা বলেন, ‘‘আদালতে কী বলা হচ্ছে, তার উপরে আতঙ্ক তৈরি হবে না। বাস্তবের পরিস্থিতির ভিত্তিতেই আতঙ্ক ছড়াবে। ইতিমধ্যেই দিল্লিতে অক্সিজেনের অভাবে মানুষের জীবন খোয়া গিয়েছে। কেন্দ্রকে এই বিষয়টি খতিয়ে দেখতেই হবে। কেন্দ্রেরই দায়িত্ব সমাধান করার।’’

 

Leave a Reply

error: Content is protected !!