Thursday, April 25, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

দল বিরোধী কাজের অভিযোগে ৪ নেতাকে বহিষ্কার করল তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দল বিরোধী কাজ করার অভিযোগে চারজন নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওই চার নেতার বিরুদ্ধে দলে থেকেও বিরোধী রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে ৷ ভোটের পর এই প্রথমে দলের স্বার্থে এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ৷

ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লক ৷ সেখানকার তৃণমূল নেতৃত্বই এই সিদ্ধান্ত নিয়েছে ৷ জানা গিয়েছে, যে চারজনকে বহিষ্কার করা হয়েছে, তাঁরা কোনও সাধারণ নেতা বা কর্মী নন ৷ তাঁদের কারও দলের সংগঠনে পদ রয়েছে ৷ আবার কেউ পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি ৷

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য অপূর্ব দাস, ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা সঞ্চালক খোকন দাস, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ব্লক নর্থ সার্কেল শিক্ষা সংগঠনের সম্পাদক স্বপন গিরি এবং তাঁর স্ত্রী ৷ স্বপন গিরির স্ত্রী এসএসকে সংক্রান্ত তৃণমূলের সংগঠনের সভানেত্রী ৷

পাথরপ্রতিমার রামগঙ্গায় তৃণমূলের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় । পরে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন পাথরপ্রতিমার বিধায়ক তথা দলের নেতা সমীরকুমার জানা ৷

তৃণমূলের তরফে জানানো হয়েছে যে ভোটের পর বারবার দলের তরফ থেকে চিঠি পাঠানো ওই চারজনকে ৷ তার পরও তাঁরা কর্ণপাত করেননি ৷ তাই শেষ পর্যন্ত করা পদক্ষেপ করা হল ৷ ছ’বছরের জন্য ওই চারজনকে বহিষ্কার করা হল ৷ যদিও এই বিষয়ে এখনও সংশ্লিষ্ট চার নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷

Leave a Reply

error: Content is protected !!