দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের জেলে পোরার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, তৃণমূল নেতাদের বেআইনি আয়ের উৎস খুঁজে বার করবে ইডি। সঙ্গে তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশকে বুথের ধারেকাছে ঘেঁষতে দেবে না বিজেপি।
মঙ্গলবার এক সভায় তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাড়ি করেছেন, থাকতে পারবেন না। পাড়ার লোক ঝাড়ু মেরে পাড়ার থেকে অন্য পাড়ায় পাঠিয়ে দেবে। নিউ টাউনে বহু ফ্ল্যাট বহু লোকের নামে রয়েছে আমরা জানি। খুব দেরি নয়, এক দুমাসের মধ্যে ইডি হয়তো খুঁজেও বার করবে কার নামে কটা ফ্ল্যাট আছে। তখন ওই ৩,০০০ – ৪,০০০ স্কোয়্যার ফুটের ফ্ল্যাটে থাকতে পারবেন না। আলিপুর সেন্ট্রাল জেলের ৬ বাই ৬য়ের ঘরে থাকতে হবে’।
তাঁর দাবি, ‘সিবিআই – ইডি – NIA, সবার কাছে সব তথ্য রয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নারদা – সারদা নিয়ে। দেরি হতে পারে, কিন্তু ঠিক সময় বিচার হবে’।