Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

কলকাতার আকাশে আজ আলোর ঝর্না, অতিথি হয়ে এসেছে লিওনিড উল্কাবৃষ্টি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ সন্ধ্যার পর থেকেই কলকাতার আকাশে লিওনিড উল্কাবৃষ্টি দেখা যেতে পারে। আগামীকাল বিকেলের পর থেকেই আকাশে চোখ রাখলে আলোর ফুলকি ছুটতে দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, লিওনিড উল্কাবৃষ্টি কম সময় থাকবে, কিন্তু আলোয় ভরিয়ে দেবে আকাশ। এক একটি উল্কাখণ্ডের গতি সেকেন্ডে ৭১ কিলোমিটার। প্রতি ঘণ্টায় ১০ থেকে ১৫টি উল্কার খণ্ড পৃথিবীর আকাশে আগুনে চেহারা নিয়ে ঝরে পড়বে।

 

উল্কা হল মহাকাশে ভেসে বেড়ানো নানারকম পাথরখণ্ড যারা পৃথিবীর অভিকর্ষজ বলের টানে ছুটে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলের ধাক্কাধাক্কি হলে বায়ুর কণার সঙ্গে ওইসব মহাজাগতিক পাথর খণ্ডের ঘষা লেগে আগুন জ্বলে ওঠে। তাই মনে হয় আলোর ফুলকি ছড়াচ্ছে। একেই বলে উল্কাবৃষ্টি। সেই ৬ নভেম্বর থেকেই দেখা যাচ্ছে লিওনিডকে। এবার পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে উল্কাবৃষ্টি হয়ে ঝরে পড়বে। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ঔজ্জ্বল্য ও দৃশ্যমানতার নিরিখে লিওনিড উল্কাবৃষ্টির তুলনা হয় না।

এর আগে পারসেডও মন ভরিয়ে দিয়ে গিয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের। নভেম্বরে লিওনিড ও ডিলেম্বরে জেমিনিড উল্কাবৃষ্টিরও সাক্ষ্মী হবে ভারতের আকাশ। ডিসেম্বরের ৪-২০ তারিখে পৃথিবীর আশপাশে ঘুরঘুর করতে দেখা যাবে জেমিনিডকে। উল্কাবৃষ্টি দেখা যাবে ১৩-১৪ ডিসেম্বর। ওই মাসেই আরও এক অতিথির আগমন হচ্ছে পৃথিবীর আকাশে। এর নাম উরসিড। ১৭ তারিখের মধ্যেই পৃথিবীর টানে ছুটে আসবে। আলোর ঝর্না হয়ে ঝরে পড়বে ২১-২২ ডিসেম্বর।

 

Leave a Reply

error: Content is protected !!