দৈনিকসমাচার, ডিজিটাল ডেস্ক : কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে গৈরিক পতাকা হাতে তুলে নিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। শুক্রবার সকালে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লি বিমানবন্দরে দেখা গিয়েছিল তাঁকে। দেওয়াল লিখন তখনই পরিষ্কার হয়ে যায়। স্পষ্ট বোঝা যায়, বিজেপির পথেই পা বাড়িয়েছেন তিনি।
পুজোর আগেই তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন মিহিরবাবু। এদিন বিজেপিতে যোগ দিয়ে মিহিরবাবু বলেন, “রাজ্যে যে অনাচার চলছে তার প্রতিবাদে অক্টোবর মাসেই আমি দলের পদ ছেড়েছিলাম। আজ যোগ দিলাম বিজেপিতে।” তিনি আরও বলেন, “বছরের পর বছর ধরে উত্তরবঙ্গ উপেক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেও কোনও পরিস্থিতির কোনও বদল হয়নি।”