Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সবাই আরএসএস? শুভেন্দুর ইস্তফাপত্রের সঙ্গে শ্যামাপ্রসাদের ইস্তফাপত্রের কী অদ্ভুত মিল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৫০ সালের ৬ এপ্রিল। জওহরলাল নেহরু সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ২০২০ সালের ২৭ নভেম্বর মমতা সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। ৭০ বছর সাড়ে সাত মাসের ব্যবধান! কিন্তু দুটি ইস্তফাপত্রের কী অদ্ভুত মিল!

শুভেন্দু তাঁর ইস্তফাপত্রে লিখেছেন –

নন্দীগ্রামের বিধায়কের ঘনিষ্ঠরা বলছেন, সংসদের লাইব্রেরিতে শ্যামাপ্রসাদের ইস্তফাপত্র রাখা রয়েছে। আগে শুভেন্দু তা পড়েছিলেন। পরে সেটা সংগ্রহও করেন। সন্দেহ নেই এই ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ। তাঁর বয়ানের মতো ইস্তফাপত্র রাজনৈতিক ভাবে তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

 

Leave a Reply

error: Content is protected !!