দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ‘পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভাইরাস’ বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার জেলায় এক জনসভায় তিনি বলেন, ‘ওঁকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করে দলে নেবেন তৃণমূলকর্মীরা।’
এদিন দিলীপ ঘোষকে আক্রমণ করে অনুব্রত আরও বলেন, ‘ওর মতো ভাইরাস পশ্চিমবঙ্গে আর আছে নাকি? ওকে আমি বলছি তুমি তৃণমূলে এসো। আমার বুথের কর্মীর সঙ্গে মেশো। আমার বুথের কর্মীর পাশে থাকো। আমার দলের কর্মীরা ওকে স্যানিটাইজ করে নেবে। ডোবার জলে স্নান করিয়ে দেবে। ওদের তো গোবর মাখার স্বভাব আছে। তাও মেখে নেবে।’
ছেড়ে কথা বলেননি দিলীপ ঘোষও। এদিন কলকাতায় বসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বিজেপি নেতার কটাক্ষ, ‘আমি তো দু–তিনদিনের মধেই বীরভূম যাচ্ছি। এর আগেও গিয়েছিলাম। সে বারও তিনি অনেক কথা বলেছিলেন। কিন্তু কিছু করেননি। বলেছিলেন, তিনি ঢাক বাজাবেন। আমি বলেছিলাম, আমি ধামসা নিয়ে যাচ্ছি। ঢাকের আওয়াজ শুনিনি বলে ধামসাও আমি বাজাইনি। এ ধরণের মন্তব্য অনেকদিন ধরেই শুনছি। আগের থেকে এই আওয়াজ অনেকটাই কমেছে। আমার মনে হয়, ধীরে ধীরে স্পিকারের কানেকশনটাও কেটে যাবে। সেই ব্যবস্থা আমরা করব।’