Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ক্লাসে সিটে বসা নিয়ে ঝামেলা, যোগীরাজ্যে সহপাঠীকে গুলি করে মারল স্কুলপড়ুয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ক্লাসরুমের একটি সিটে দুজন মিলে বসা নিয়ে ঝামেলার জেরে যোগীরাজ্যে সহপাঠীকে গুলি করে মারল ১৪ বছরের আরেক স্কুলপড়ুয়া। এই ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিখরপুর শহরের সুরজ ভান সরস্বতী ইন্টার কলেজ স্কুলের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার ক্লাসের একটি সিটে বসা নিয়ে তুমুল ঝামেলা হয় দুই পড়ুয়ার। ঘটনা গড়ায় হাতাহাতি পর্যন্ত। কিন্তু এখানেই শেষ নয়। এক পড়ুয়া পরের দিন ব্যাগে করে নিয়ে আসে বন্দুক। দুই পিরিয়ড শেষ হওয়ার পর সেই বন্দুক বের করে অপরজনকে দু’বার গুলি করে। গুলির শব্দে ভয় পেয়ে ক্লাসরুমের সব ছাত্র পালাতে শুরু করে। পালানোর চেষ্টা করেছিল অভিযুক্তও। কিন্তু কয়েকজন শিক্ষক তাকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। গুলিবিদ্ধ ছাত্রটিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে গেলে পথেই মৃত্যু হয় তার।

অভিযুক্ত নাবালকটিকে আটক করেছে পুলিশ এবং তার আগ্নেয়াস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, বন্দুকটি পড়ুয়ার কাকার। তিনি সেনাবাহিনীতে কর্মরত এবং এখন বাড়িতে ছুটি কাটাতে এসেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!