Friday, March 29, 2024
Latest Newsআন্তর্জাতিকখেলাফিচার নিউজ

বিশ্বকাপে ইতিহাস মরক্কোর, হাকিমিদের অভিনন্দন জানালেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শনিবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস লিখেছে মরক্কো। আরও একটি রূপকথা লিখেছে অ্যাটলাস লায়ন্সরা।‌ ক্রোয়েশিয়াকে রুখে দেওয়ার পর বেলজিয়াম, স্পেন, পর্তুগালের বিরুদ্ধে জয়। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকার দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো। এই রেজাল্টকে কি অঘটন বলা যায়? একটা ম্যাচে অঘটন হতে পারে। কিন্তু পর পর তিন ইউরোপীয় জায়ান্টকে হারানোকে ফ্লুক বললে অন্যায় হবে। বরং বলা যায় কাসাব্লাঙ্কার দেশের পরিশ্রম এবং পরিকল্পিত ফুটবলের ফসল।

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে মরক্কোর জাতীয় দলের অগ্রগতি মরক্কোর ফুটবল ভক্তদের আনন্দিত করেছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান প্রতিনিধি দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মরক্কোর জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। এরদোগান তার ট্যুইটার অ্যাকাউন্ট (আরবি) থেকে একটি ট্যুইট করে মরক্কোর জয়ে অভিনন্দন জানান।

তিনি লেখেন, “আমি আন্তরিকভাবে মরক্কোর জাতীয় দলকে অভিনন্দন জানাই। প্রথম আফ্রিকান দল যারা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং এই অর্জনের জন্য আমি আমাদের সকল মরক্কোর ভাইদের অভিনন্দন জানাই।” মরক্কোর জয়ে ট্যুইট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের স্ত্রী এমিনি এরদোগানও। তিনিও মরক্কোর ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!