Saturday, July 27, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

করোনা ভাইরাসের জের, হাত মেলানোর পরিবর্তে জনপ্রিয় হয়ে উঠেছে তু্র্কিদের ‘হার্ট গ্র্যাটিং’ 

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনাকালে কোলাকুলি ও করমর্দন-এর মতো অভিবাদনের রীতিতে রাশ পড়েছে। উল্টোদিকে তুর্কিদের একটি রীতি বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে। কোলাকুলি ও হ্যান্ডশেকের পরিবর্তে তুর্কিদের বুকের বামপাশে ডানহাত রেখে কাঙ্ক্ষিত ব্যক্তিকে অভিবাদন বা শুভেচ্ছা জানানো বেশ জনপ্রিয় হয়েছে। ইংরেজিতে এটিকে বলা হচ্ছে ‛হার্ট গ্র্যাটিং’।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে করোনাকালে এই রীতি অনুসরণ করতে দেখা গেছে। গত মার্চে এরদোগান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সফরকালে সেখানে বেলজিয়ামের ন্যাটো বাহিনীর সেক্রেটারি-জেনারেল জেনস স্টলটেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে এরদোগান স্বাস্থ্যসচেতনতা বজায় রেখে হ্যান্ডশেকের পরিবর্তে বুকে হাত রেখেই তাকে অভিবাদন জানান।

 

 

Leave a Reply

error: Content is protected !!