দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক লাফে ৫০ টাকা বাড়তে চলেছে এলপিজি সিলিন্ডারে। যার জেরে কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দাঁড়াবে ৭৯৫.৫০ টাকা। গত ডিসেম্বর থেকে তিন দফায় দাম বেড়েছে এখনও পর্যন্ত। শেষ পর্যন্ত তা গিয়ে ঠেকেছিল সিলিন্ডারপিছু ৭৪৫ টাকা ৫০ পয়সায়। শেষ মাসে দু’দফায় সিলিন্ডারপিছু দাম বেড়েছে ১০০ টাকা। ফেব্রুয়ারির শুরুতেই ২৫ টাকা দাম বেড়েছিল ভর্তুকিহীন সিলিন্ডারে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার থেকে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়তে চলেছে রাজধানীতেও। দিল্লিতে এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়াবে ৭৬৯ টাকা।
সাধারণভাবে প্রতিমাসের শুরুতে সেই মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারের দামের ওপর নির্ভর করে এই দাম ঠিক হয়। করের পার্থক্যের কারণেই দেশের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের দাম ভিন্ন হয়।