Thursday, April 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বাড়িতে অসুস্থ বৃদ্ধ মা, দেখতে যাওয়ার জন্য পাঁচ দিনের জামিন মঞ্জুর কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃদ্ধ মা–কে দেখার জন্য পাঁচ দিনের জামিন পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন কাপ্পান। সেই থেকেই জেলেই ছিলেন তিনি। মা মৃত্যুশয্যায়। আদালতে বারবার মুক্তির আবেদন জানিয়েও মেলেনি জামিন। শেষপর্যন্ত তাঁর পাঁচ দিনের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত।

তবে আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই সময়ে কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বা সোশ্যাল মিডিয়ায় কিছুই লিখতে পারবেন না কাপ্পান। কোনও আত্মীয়–পরিজন কিংবা চিকিৎসকদের সঙ্গেও দেখা করতে পারবেন না তিনি। উত্তরপ্রদেশ পুলিশই তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যাবে, আবার পাঁচদিন পর ফিরিয়ে আনবে।

কেরলের মালাপ্পুরমে বাড়ি কাপ্পানের। গত মাসে অবশ্য মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু মা এতটাই অসুস্থ যে কথাও বলতে পারেননি। অনেকদিন ধরেই ছেলের সঙ্গে কথা বলতে চাইছিলেন তাঁর মা। আদালতকে সেকথা জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বাল। তার পরই ওই আবেদন মঞ্জুর করা হয়।

উত্তরপ্রদেশে হাথরসে খবর সংগ্রহ করতে গিয়ে কাপ্পান ও তাঁর তিন সহকর্মীকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। বেআইনি কার্যকলাপ আইনের আওতায় সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয় তাঁদের বিরুদ্ধে। পুলিশের বক্তব্য ছিল, কয়েকজন সন্দেহজনক ব্যক্তির খোঁজ করছিল তারা। সূত্রের খবরের ওপর ভিত্তি করেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

 

 

Leave a Reply

error: Content is protected !!