Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মুসলিম অটোচালককে জোর করে ‛মোদী জিন্দাবাদ’ বলানোর চেষ্টা! পুলিশের জালে ২ অভিযুক্ত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজস্থানের মুসলিম অটোচালককে নিগ্রহের ঘটনায় অবশেষে ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। প্রবীণ ওই অটোচালককে জোর করে ‛জয় শ্রীরাম’ এবং ‛মোদী জিন্দাবাদ’ বলতে বলা হয়।

আরও পড়ুন: ‛মোদী জিন্দাবাদ’ না বলায় মুসলিম অটোচালককে বেধড়ক মার! নগদ ৭০০ টাকা ও হাতঘড়ি লুঠ

এই নিগ্রহের ঘটনায় সন্দেহভাজন দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত অফিসার পুষ্পেন্দ্র সিং। তিনি আরও জানান, ‛এর পেছনে আর কি কারণ বা কারা ছিল জানতে তদন্ত জারি রাখছি।’ সন্দেহভাজন দুই ব্যক্তি সেদিন মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গেছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!