নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নদিয়া : অন্ডাল থেকে মাসি মেসোর সঙ্গে মায়াপুর বেড়াতে এসে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর। নিখোঁজ দুই শিশু দশম ও অষ্টম শ্রেণীর ছাত্র। নাম বিপিনবিহারী ভকত (১৫) অলক ভকত (১২) তাদের বাড়ি বর্ধমানের অন্ডালে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে স্থানীয় মায়াপুর পুরনো ল্যান্ড অফিস ঘাটে পরিবারের সকলের সঙ্গে স্নান করতে নামে দুই কিশোর। এরপর নদীতে হঠাৎই তলিয়ে যায় দুই কিশোর। খবর দেওয়া হয় নবদ্বীপ থানার মায়াপুর ফাঁড়িতে। দুই কিশোরের তল্লাশিতে নামে নবদ্বীপ থানার পুলিশ।
ঘটনার প্রায় চার ঘন্টা অতিক্রম হয়ে গেলেও বিপর্যয় মোকাবিলা দফতর অথবা ডুবুরি নামাতে পারেনি প্রশাসন। এরপর বিপর্যয় মোকাবিলা দফতর ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করলেও এখনও পর্যন্ত নিখোঁজ দুই কিশোরের সন্ধান পাওয়া যায়নি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন