দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে ভোট পরবর্তী রাজনীতিতে নয়া জোটের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা হয়েছে এনসিপি নেতা শরদ পওয়ারের। দুই দলের পক্ষ থেকেই স্বীকার করা হয়েছে একথা। কয়েকদিন আগেই শিবসেনা বিজেপিকে হুমকি দিয়ে বলেছিল, ৫০-৫০ ফরমুলায় রাজি না হলে তারা কংগ্রেস ও এনসিপি-র সমর্থনে সরকার গড়বে।
আজ শুক্রবার উদ্ধব ঠাকরের সঙ্গে শরদ পওয়ারের ফোনালাপের খবর প্রকাশিত হওয়ার পর মহারাষ্ট্রে আরও চাপে পড়ে গিয়েছে বিজেপি। একটি সূত্রে শোনা যাচ্ছে, উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ার দিল্লিতে গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন। শিবসেনা এবার এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে কিনা, তা নিয়ে ফোনে দুই নেতা আলোচনাও করেছেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন