Tuesday, April 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অযোধ্যা রায় যা হোক, শান্তি বজায় রাখুন! জুমার নামাজে বিভিন্ন মসজিদে আবেদন মুসলিম ধর্মগুরুদের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় মন্দির-মসজিদ বিতর্কে আর কিছুদিনের মধ্যে রায় দেবে দেশের শীর্ষ আদালত। ‛সুপ্রিমকোর্টের রায় যা হোক, তা মান্য করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে যে কোনও মূল্যে’ – শুক্রবারের জুমা নামাজের আগে উত্তরপ্রদেশের বিভিন্ন মসজিদে শান্তির জন্য আবেদন জানালেন মুসলিম ধর্মগুরুরা।

সব মসজিদ থেকেই মুসলিম সম্প্রদায়ের নেতারা জনগণের উদ্দেশে শান্তির জন্য আবেদন জানিয়েছেন। লখনউয়ের ঈদগাহে ইসলামিক সেন্টার অব ইন্ডিয়ার সভাপতি তথা লখনউয়ের শাহি ইমাম জুমা নামাজের বক্তব্য পেশ করেন। এদিন তিনি বলেন, ‛সুপ্রিমকোর্ট যা বলুক, তাকে সম্মান দিতে হবে। এমন কিছু বলা বা করা যাবে না যাতে অপর সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে।’

লখনউয়ের ঈদগাহে দেওয়া ওই বক্তব্য তিনি আরও বলেন, আমাদের যে কোনও মূল্যে শান্তি রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ও ‘গঙ্গা-যমুনা তহজিব’ কোনওভাবেই ধ্বংস করতে দেওয়া যাবে না। সব সম্প্রদায়ের নেতারাই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। এটা খুবই সন্তোষজনক বিষয়। এদিন জুমার নামাজে ৫০০ জন উপস্থিত ছিলেন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!