দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যোগীর শাসনে যে ভাবে দিন দিন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে তাতে উত্তরপ্রদেশ কে উত্তরপ্রদেশ বলার বদলে ধর্ষণপ্রদেশ বলা উচিত। খুন, ধর্ষণ, নারী নির্যাতনের দিক দিয়ে দেশের মধ্যে একেবারে শীর্ষ স্থানে রয়েছে যোগীরাজ্য। বিজেপি সরকার আসার পর থেকে সবদিক দিয়ে উত্তরপ্রদেশের অবস্থা আরও খারাপ। যোগী রাজ্যে আবারও ঘটল এক ভয়াবহ গণধর্ষণের ঘটনা। দাদা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বৌদি’কে গণধর্ষণ করল নিজের দেওর ও তার এক বন্ধু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠ জেলার সারধনা তেহসিল এলাকায়, গত মঙ্গলবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী মদ্যপ, বেশ কিছু দিন হল বাড়িতে ফেরেননি তিনি। সেই সুযোগেই বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢুকে বৌদিকে বন্দুকের নলের সামনে ভয় দেখিয়ে গণধর্ষণ করে ওই যুবক ও তাঁর পরিচিত এক ব্যক্তি।
নির্যাতিতা ওই মহিলা পুলিশকে জানান, তাঁকে বারবার বন্দুক নিয়ে ভয দেখানো হয়েছিল, যাতে এই ঘটনার কথা তিনি কাউকে না বলেন। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। ধর্ষিতা পুলিশকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর স্বামী বাড়ি ফেরেননি। এই সুযোগটাই কাজে লাগিয়েছে তাঁর দেওর। গত মঙ্গলবার রাতে পাঁচিল টপকে সে ও তার বন্ধু বাড়ির ভিতর ঢোকে। এরপরেই তাঁকে টেনেহঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে তারা। বন্দুক দেখিয়ে তাঁকে ধর্ষণ করে দুই যুবক।
ঘটনার কথা কাউকে বললে গুলি করে দেওয়ার হুমকিও দেয় দুই অভিযুক্ত। সেই রাতে তারা চলে যাওয়ার পরেই কোনওরকমে থানায় পৌঁছন ওই মহিলা। পুলিশ সব কথা জানান। এরপরেই পুলিশ তদন্তে নামে।